ঢাকা: রাজধানীর সবুজবাগের মাদারটেক এলাকায় মাদকবিক্রেতাদের হামলায় একই পরিবারের চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মাদারটেক চৌরাস্তা মাছ বাজারের পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জহিরুল ইসলাম, তার ছেলে আরমান, শ্যালক জাহিদ ও ছোট ভাই রেজাউল করিম।
আহত জহিরুল বলেন, মাদারটেক চৌরাস্তা মাছ বাজারের পাশে একটি বাসায় আমরা থাকি। স্থানীয় বেশ কয়েকজন মাদকবিক্রেতার মধ্যে প্রতিদিন মারামারি হয়। মারামারি ও মাদক বিক্রিতে বাধা দেওয়ায় রাত সাড়ে ১০টার দিকে বাসার সামনে তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে আমার চিৎকার শুনে পরিবার লোকজন ছুটে এলে তাদেরও ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও লাঠিপেটা করেন। এতে আমরা দুই ভাইসহ একই পরিবারের চারজন আহত হয়েছি।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, আহতরা অভিযোগ করেন মাদকবিক্রেতাদের হামলায় তারা আহত হয়েছেন। এ চারজনের মধ্যে দুই ভাইয়ের মাথা ও শরীরের দুই-এক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বাকি দু'জনকে লাঠিপেটা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এজেডএস/আরবি