ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় লেগুনার ধাক্কায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
মাগুরায় লেগুনার ধাক্কায় ব্যবসায়ী নিহত দুর্ঘটনাকবলিত এইচ পিকআপ। ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরায় ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এইচ পিকআপের (লেগুনা) ধাক্কায় সালাম বিশ্বাস (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

বুধবার (২৪ ফেব্রয়ারি) সকাল ৮টায় মাগুরা ঢাকা-খুলনা মহাসড়কের পাল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তিনি কলাপতা ব্যবসায়ী ছিলেন।  

নিহতের ভাতিজা ইছাদুল বাংলানিউজকে বলেন, প্রতিদিনের মত ভ্যান গাড়ি করে শহরের লক্ষ্মীকান্দর এলাকা থেকে কলাপাতা কিনে শহরের মাছ বাজারে বিক্রি করেন চাচা। সকালে শহরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গেলে আট রশি থেকে ছেড়ে আশা এইচ পিকআপ আমার চাচাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।  

মাগুরা সদর থানার উপ পরিদর্শক (এসআই) রিপদ দাস বাংলানিউজকে বলেন, মাগুরা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃতু হয়েছে। খবর পেয়ে পুলিশ এইচ পিকআপটি আটক করলেও চালক ও যাত্রীরা পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।