ঢাকা: দেশবরেণ্য অর্থনীতিবিদ, ব্যাংকার, গবেষক, প্রাবন্ধিক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে দেশের অর্থনীতি ও গবেষণায় অপূরণীয় ক্ষতি হয়ে গেল। শেয়ার মার্কেটের লুটপাটের বিরুদ্ধে সবসময় তিনি ছিলেন সোচ্চার। তিনি ছিলেন মানবিক ও মহৎ মনের অধিকারী।
শোকবার্তায় ডা. জাফরুল্লাহ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
আরকেআর/এমজেএফ