ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অনুমোদনহীন গৃহায়ণ প্রকল্প বন্ধের নির্দেশ তাপসের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
অনুমোদনহীন গৃহায়ণ প্রকল্প বন্ধের নির্দেশ তাপসের

ঢাকা: সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া গড়ে ওঠা সকল গৃহায়ন প্রকল্প- হাউজিং প্রজেক্ট বন্ধের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ডিএসসিসির আওতাধীন ৭৫ নম্বর ওয়ার্ডের ফকিরখালী এলাকা সরেজমিনে পরিদর্শনকালে এ নির্দেশনা দেন তিনি।

দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা যায় অনুমতি ছাড়া গড়ে ওঠা গৃহায়ণ প্রকল্প বন্ধে বৃহস্পতিবার থেকেই কাজ শুরু করবে সিটি করপোরেশন।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
আরকেআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।