ঢাকা: ঢাকার পাশ দিয়ে বয়ে চলা বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা এবং বালু নদীর নাব্যতা ফেরানোর কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর মতিঝিলের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার সংলগ্ন মাঠ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
মেয়র বলেন, নদীর নাব্যতা বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের একটি কমিটি কাজ করছে। স্থানীয় সরকারের মন্ত্রী এই কমিটির সভাপতি। নৌপরিবহন প্রতিমন্ত্রীও এ কমিটির সদস্য। ইতোমধ্যে আমাদের দুটো মিটিং হয়ে গেছে। ঢাকা শহরের পাশ দিয়ে প্রবাহিত নদীগুলো (বুড়িগঙ্গা, তুরাগ, বালু এবং শীতলক্ষ্যা) যেন নাব্যতা পরিপূর্ণ ভাবে ফিরে পায়, সেই বিষয়ে কার্যক্রম নেওয়া হচ্ছে।
ডিএসসিসি মেয়র বলেন, খালগুলো থেকে পানি নিষ্কাশন হয়ে নদীগুলোতে যাচ্ছে। আমরা আজকে বালুনদী পরিদর্শন করেছি, রামপুরা এবং জিরানী খাল হয়ে পানি বালু নদীতে প্রবাহিত হয়। বালু নদীও কিন্তু ভরাট হয়ে যাচ্ছে। রামপুরা খালের একটি বড় অংশ ভরাট হয়ে গেছে। এর ফলে পানি প্রবাহ সঠিক নেই। আমরা খালের ভেতরে পরিষ্কার করলেও পানির প্রবাহ ঠিক না থাকলে পানি সঠিকভাবে নিষ্কাশিত হবে না। সামগ্রিক বিষয়গুলো আমরা পরিকল্পনার আওতায় আনছি এবং ব্যাপক কার্যক্রম চলছে।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
আরকেআর/এইচএডি/