ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি সরদার (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বর্ণি গ্রামে এ ঘটনা ঘটে।

রনি গোপালগঞ্জ সদর উপজেলার সিঙ্গারকুল গ্রামের আইয়ুব সরদারের ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বর্ণি ইউনিয়নের উত্তর বর্ণি গ্রামের বীর মোক্তার আলীর বাড়ির একটি রেইনট্রি গাছ কাটতে গাছে ওঠেন রনি। এ সময় বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ না থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারের সঙ্গে ঝুলে থাকেন। পরে এলাকাবাসী দেখতে পেয়ে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. ইয়ার আলী মুন্সী তাকে মৃত ঘোষণা করেন।  

খবর পেয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।