ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করে মুজিবশতবর্ষে বৃক্ষ কর্নার করা হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ কর্নার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
এ সময় মন্ত্রী বলেন, আমরা যারা দেশ সেবার ব্রত নিয়ে কাজ করছি তাদেরকে জাতির প্রয়োজনে এগিয়ে আসতে হবে। শুধু বিজ্ঞানী হলেই হবে না, আমাদেরকে আদর্শ মানুষ হতে হবে।
তিনি আরও বলেন, এই বৃক্ষ কর্নারের মাধ্যমে যে সুন্দর পরিবেশ সৃষ্টি হবে তা বজায় রাখার জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।
বিসিএসআইআর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে ৷ এর মধ্যে পরিষদের লাইব্রেরিতে পাঠকদের জন্য বঙ্গবন্ধু কর্নার স্থাপন, বঙ্গবন্ধুর রচিত বই বিজ্ঞানীদের মধ্যে বিতরণ, গৃহহীনদের ঘর নির্মাণ, বঙ্গবন্ধুর বিজ্ঞান ভাবনার ওপর গ্রন্থ প্রকাশ এবং গবেষণার জন্য বঙ্গবন্ধু গোল্ড মেডেল প্রদান। এরই ধারাবাহিকতায় উদ্বোধন করা হলো আজকের এই মুজিবশতবর্ষে বৃক্ষ কর্নার।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সদস্য (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ শওকত আলী, সদস্য (উন্নয়ন) মো. জাকের হোসাইন, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) রুপেশ চন্দ্র রায়, পরিষদের সচিব শাহ্ আবদুল তারিক এবং সিনিয়র বিজ্ঞানীরা।
বাংলাদেশ সময় ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এসকে/এএটি