ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে মডেল মসজিদের পাইলিংয়ের সময় তার ছিঁড়ে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
নাজিরপুরে মডেল মসজিদের পাইলিংয়ের সময় তার ছিঁড়ে নিহত ১

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নির্মাণাধীন মডেল মসজিদের পাইলিংয়ের কাজে ব্যবহৃত পিলারের তার ছিঁড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন।

 

নিহত শ্রমিকের নাম তরিকুল ইসলাম মল্লিক (৪০)। তিনি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার লড়ারকুল গ্রামের সরোয়ার হোসেন মল্লিকের ছেলে।  

আহতরা হলেন- একই গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে মো. হাফিজুর রহমান শেখ (২৫) ও লতিফ শেখের ছেলে মিরাজুল ইসলাম শেখ (৩০)। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার স্টেডিয়ামের পূর্বপাশের উপজেলা মডেল মসজিদ নির্মাণের সময় এ দুর্ঘটনা ঘটে।  

মনির হোসেন নামে প্র্রত্যক্ষদর্শী এক শ্রমিক বলেন, আমরা সাত-আটজন শ্রমিক কাজ করছিলাম। এসময় পাইলিংয়ের জন্য বসানো পিলারটি শক্ত করে মোটা স্টিলের যে তার দিয়ে টানা দেওয়া ছিল, সেই তারটি ছিঁড়ে যায়। এতে পিলারটি পূর্বপাশে পড়ে গেলে ওই পিলারের ওপরে থাকা শ্রমিক তরিকুল ইসলাম গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়। এসময় আহত হন আরও দু’জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এ.এইচ.এম মোস্তফা কায়সার জানান, আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।