পঞ্চগড়: চিকিৎসাসেবা, যে কোনো দুর্যোগসহ বিভিন্ন জরুরি প্রয়োজনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জরুরি যাতায়াতের জন্য হেলিকপ্টারসেবা সহজলভ্য করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ নিয়ে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এর আগে দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর ১০১ স্পেশাল ফ্লাইং ইউনিটের কমান্ড্যান্ট এয়ার কমডোর এম মাহমুদুর হাসানের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল হেলিকপ্টারে করে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে অবতরণ করে এবং স্টেডিয়ামে যে কোনো সময় হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের সম্ভাবতা যাচাই করে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন একই ইউনিটের উইং কমান্ডার ওমর করিম এবং ৩১ নম্বর স্কোয়াড্রন লিডার আব্দুল মুহিত চৌধুরী।
জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় স্টেডিয়ামে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিরাপদে যে কোনো সময় হেলিকপ্টার অবতরণ এবং উড্ডয়নের বিভিন্ন কারিগরি বিষয় উপস্থাপন করা হয়। পাশাপাশি এ নিয়ে সার্বিক প্রস্তুতি নিতে জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় আরও জানানো হয়, জরুরি চিকিৎসাসেবাসহ জেলার যে কোনো দুর্যোগ বা জরুরি প্রয়োজনে সংশ্লিষ্টদের দপ্তরের অনুমতি সাপেক্ষে সরকারিভাবে হেলিকপ্টারসেবা পাওয়া যাবে। এ জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে বিভিন্ন জেলায় সহজে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন সম্ভাবতা যাচাই করা হচ্ছে। দ্রুত জেলার মানুষ জরুরি প্রয়োজনে সহজেই হেলিকপ্টারসেবা পাবেন বলেও সভায় জানানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলামসহ অনেকে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এসআই