গোপালগঞ্জ: বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও খ্যাতিমান ব্যাংকার অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদের দাফন তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে সম্পন্ন হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) এশার নামাজের পর (রাত সাড়ে ৮টা) স্থানীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় বিচারপতি খোন্দকার মুছা খালেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা চেয়াম্যান লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোক যোগ দেন।
এর আগে সন্ধ্যা ৭টায় সড়ক পথে খোন্দকার ইব্রাহিম খালেদের মরদেহবাহী গাড়ি গোপালগঞ্জ জেলা শহরের ব্যাংকপাড়ায় নিজ বাড়িতে এসে পৌঁছায়।
খবর শুনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ তার বাড়িতে এসে তাকে শেষ শ্রদ্ধা জানান এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এসআই