ঢাকা: রাজধানীর মিরপুর এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাস্তায় আগুনে দগ্ধ হয়েছেন এক দম্পতি।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতালের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বাংলানিউজকে জানান, দগ্ধ স্বামী ও স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শাহরিয়ার দুই হাত ও তার স্ত্রীর দুই হাত ও মুখের কিছু অংশ ঝলসে গেছে। তারা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।
দগ্ধ শাহরিয়া জানান, মিরপুর সাড়ে ১১ এলাকার একটি মার্কেট থেকে বের হয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে দুয়ারীপাড়া দিকে যাওয়ার সময় হঠাৎ ধেয়ে আসা আগুনে তারা দগ্ধ হয়েছেন। কিন্তু কোথা থেকে আগুন এলো এ বিষয়ে তারা কিছুই জানাতে পারেননি।
এদিকে মিরপুরের পল্লবী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিল্টন বাংলানিউজকে জানান, মিরপুরের দুয়ারীপাড়া যাওয়ার মধ্যবর্তী স্থানে বিটিসিএলের একটি কার্যালয়ের সার্ভারকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আগুন নিভে গেছে। তবে ওই দম্পতি কীভাবে দগ্ধ হয়েছেন বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, মিরপুরের পল্লবী এলাকায় বিটিসিএলের সার্ভারকক্ষে আগুন লেগেছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সেখানে আগুন লেগে থাকতে পারে। তবে ফায়ার সার্ভিসে ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে গেছে। কিন্তু রাস্তায় দু’জন কীভাবে দগ্ধ হয়েছে এটা তাদের জানা নেই।
বাংলাদেশ সময়: ০০০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এজেডএস/আরআইএস