নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ঘর সহ পাঁচটি ব্যাটারি চালিত অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। এতে ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ভুক্তভোগী পরিবার।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের সুকানির টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ব্যাটারি চালিত অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূূূত্রপাত ঘটে। পরে স্থানীয় এলাকাবাসীরা রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ রায়হান ভূইয়া বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। ফায়ার সার্ভিস সদস্যরা যাওয়ার আগে সব পুড়ে ছাই হয়ে যায়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
কেএআর