ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে কুয়াশায় অজ্ঞাত গাড়িকে মিনি ট্রাকের ধাক্কা, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
মুন্সিগঞ্জে কুয়াশায় অজ্ঞাত গাড়িকে মিনি ট্রাকের ধাক্কা, নিহত ১ ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ার ঘন কুয়াশায় অজ্ঞাত গাড়ির সঙ্গে মিনিট্রাকের ধাক্কায় চালকের সহযোগী আবদুর সালাম (২৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার বাউশিয়া পাখির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালামের বাড়ি পাবনার চাটমোহর উপজেলায়। গুরুতর আহত অবস্থায় চালক মো. লাবলুকে (৫০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাড়ি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায়।

গজারিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার সাইদুর রহমান খান বাংলানিউজকে জানান, কুমিল্লাগামী একটি মিনি ট্রাক ঘন কুয়াশার কারণে মহাসড়কে অজ্ঞাত গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে করে মিনিট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করে চালকের সহযোগীকে আশংকাজনক অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া আহত চালক লাবলুকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।