ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত অনথিভুক্ত বাংলাদেশি নাগরিকদের নথিভুক্ত করতে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসওমেন গ্রেস মেঙয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এই অনুরোধ করেন।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন গ্রেস মেঙয়ের সঙ্গে দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন। এ সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত অনথিভুক্ত বাংলাদেশি নাগরিকদের নথিভুক্ত করতে অনুরোধ জানান তিনি।
বৈঠকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গ্রেস মেঙকে আমন্ত্রণ জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
টিআর/এএটি