ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত ত্রাণসচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত ত্রাণসচিব

ঢাকা: টিকা নেওয়ার ১২ দিন পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন জানান, গত ৭ ফেব্রুয়ারি সচিব স্যারসহ আমরা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেই। গত ১৯ ফেব্রুয়ারি স্যার করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

তিনি বলেন, লক্ষণ দেখা দেওয়ায় গত ১৮ ফেব্রুয়ারি সচিব স্যার নমুনা দেন। ১৯ ফেব্রুয়ারি ফলাফল পজিটিভ আসে। পরে শারীরিক কিছু জটিলতা দেখা দেওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।