নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শহিদুল ইসলাম শিপন নামে গাড়ি মেরামতের এক ওয়ার্কশপ ব্যবসায়ীকে হত্যার দায়ে কর্মচারী ইমনকে (১৯) যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা জজ আদালতের জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন।
আদালত সূত্র জানায়, ইমন নিহত শহিদুল ইসলাম শিপনের স্থানীয় রমনির হাট বাজারে ‘মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। ব্যবসায়ী শিপন ও তার কর্মচারী ইমন বেশিরভাগ সময় ব্যবসা প্রতিষ্ঠানেই রাত্রিযাপন করতেন।
২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো ব্যবসায়ী শিপন ও কর্মচারি ইমন প্রতিষ্ঠানে ছিলেন। রাতে ইমন হাতুড়ি দিয়ে আঘাত করে ব্যবসায়ী শিপনকে হত্যা করে তার মোটরসাইকেল ও মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করে এবং মোটরসাইকেলটি কুমিল্লা থেকে উদ্ধার করে।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর গুলজার আহমেদ জুয়েল জানান, এ ঘটনায় ব্যবসায়ী শিপনের বড় ভাই তৌহিদুল ইসলাম থানায় একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে আদালত এ পর্যন্ত ১৭ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামি মো. ইমনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার বিকেলে তার যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও করা হয়।
তিনি আরো জানান, আসামির বয়স ১৯ বছর হওয়ায় বয়স বিবেচনায় এনে আদালত মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এনটি