মাগুরা: মাগুরা সদরের মঘিরঢাল এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় বাইসাইকেল আরোহী রোমান বিশ্বাস (১০) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মাগুরা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান মাগুরা সদরের নরসিংহাটী এলাকার ফিরোজ বিশ্বাসের ছেলে এবং সে নরসিংহাটী সিদ্দিকিয়া মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) সুভাষ বাংলানিউজকে জানান, রোমান ও সোহাগ দুই বাইসাইকেল নিয়ে মাগুরার দিকে যাচ্ছিল। পথে মঘিরঢাল এলাকায় এলে পেছন থেকে একটি নসিমন তাদের বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রোমান ও সোহাগ গুরুতর আহত হয়। দু’জনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে এলে রোমানকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস। আহত সোহাগকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সে বিপদমুক্ত বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বাংলানিউজকে জানান, ঘাতক নসিমন চালক পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এসআরএস