সিলেট: সিলেটে বসত ঘর থেকে মো. আলমগীর (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরের গোটাটিকর এলাকার লিংকন মিয়ার কলোনির একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করে এমএমপির মোগলাবাজার থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোটাটিকর এলাকার লিংকন মিয়ার কলোনিতে বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন কিশোর মো. আলমগীর। এদিন বিকেলে বসত ঘরে বাঁশের সঙ্গে গলায় দঁড়ি পেঁচানো তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এসএমপির মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই কিশোর দিনের যে কোনো সময় ঘরে বাঁশের তীরের সঙ্গে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করে। প্রাথমিকভাবে অনুমেয় ওই কিশোর আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। ময়না তদন্তের পর মৃত্যুর বিষয়ে আরও সুস্পষ্ট হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
এনইউ/জেআইএম