বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া এলাকায় এমপি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, যাত্রীবাহী অটোরিকশাটি শেরপুর উপজেলা থেকে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। পথে এমপি চেকপোস্টের সামনে শাওন পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার তিন যাত্রী। এসময় আরও এক যাত্রী আহত হন। আহত যাত্রীকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়ার শাহাজানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, নিহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় বাসের চালক-হেলপার পালিয়ে গেছেন। তবে বাসটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে।
শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদ বলেন, দুর্ঘটনার পরে রাস্তায় কিছুটা যানজট সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও বাস জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
কেইউএ/এসআই