ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেরপুরে ট্রাকপাচায় নারী নিহত

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
শেরপুরে ট্রাকপাচায় নারী নিহত ছবি: বাংলানিউজ

শেরপুর: শেরপুর পৌর শহরের চাপাতলি এলাকায় সার্কিট হাউজের সামনে ট্রাকচাপায় আমেনা পারভিন (৪০) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে শেরপুর-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

  নিহত আমেনা নূরে আলম সিদ্দিকের স্ত্রী ও পৌরসভার বাগরাকসা মহল্লার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে ওই মহাসড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন পারভিন। এ সময় বরগুনা থেকে শেরপুরগামী পান বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ওই নারীকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পারভিনের মৃত্যু হয়। ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছেন।  

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল-মামুন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।