ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ৮ জুয়াড়ি আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
আশুলিয়ায় ৮ জুয়াড়ি আটক

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি দল।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এএইচ আদনান তফাদার।

এর আগে, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) আশুলিয়ার দক্ষিণ শ্রীপুর তালপট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আজিজুল (৩৮), রশিদ (৩৯), হাসান আলী ওরফে জুলহাস (৩৯), ভুট্টু সরদার (৪৪), রফিক মিয়া (৩৬), নরুল ইসলাম (৩৬), শাহ আলম (৪৮) ও কামরুল সরদার (৪২)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ একটি এর দল জানতে পারে আশুলিয়ার ক্ষিন শ্রীপুর তালপট্টি এলাকায় কয়েকজন জুয়াড়ি জুয়ার আসর নিয়ে বসে আছে। পরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। সেই সঙ্গে ৪ সেট তাস, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এএইচ আদনান তফাদার বাংলানিউজকে বলেন, সমাজের কিছু অসাধু লোক জুয়ার আসর নিয়ে বসে ছিলো। আমরা তাদের আটক করেছি। তারা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।