ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাবনার বীর মুক্তিযোদ্ধা ভানু নেছা আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
পাবনার বীর মুক্তিযোদ্ধা ভানু নেছা আর নেই বীর মুক্তিযোদ্ধা ভানু নেছা

পাবনা: পাবনার তালিকাভুক্ত একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা ভানু নেছা (৯৫) মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলার সাঁথিয়া উপজেলার তেঁথুলিয়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

স্বজনরা জানান, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর গত তিন বছর ধরে শয্যাশায়ী ছিলেন তিনি। জীবনের শেষ সময়ে এসে কথা বলার ভাষাও হারিয়ে ফেলেছিলেন। তরল খাবার ছাড়া কিছু খেতে পারতেন না তিনি।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় জানাজা শেষে তেঁথুলিয়া কবরস্থানে তাকে দাফন করা হবে।  

জানা যায়, নারী হয়েও দেশ মাতৃকার স্বাধীকার আন্দোলনে জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন পাবনার সাঁথিয়া উপজেলার ভানু নেছা। মুক্তিযোদ্ধাদের বাঙ্কারে গোলাবারুদ সরবরাহ, সম্মুখযুদ্ধে অংশগ্রহণসহ বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকা রেখেছিলেন তিনি। কিন্তু জীবনের শেষ বেলায় অসুস্থ অবস্থায় দারিদ্রতার কারণে অনেক কষ্টে দিন অতিবাহিত করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।