ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লেখক মুশতাকের মৃত্যু: ফেনীতে মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
লেখক মুশতাকের মৃত্যু: ফেনীতে মশাল মিছিল

ফেনী: ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কারান্তরীণ থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে ফেনীতে মশাল মিছিল করেছেন ফেনীর লেখক ও সাংস্কৃতিক অঙ্গনের সদস্যরা।  

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

হাতে লেখা ফেস্টুন, প্রতিবাদী সংগীত ও স্লোগানের মাধ্যমে এ বিক্ষোভ প্রদর্শন করে মশাল মিছিল বের করেন।

এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- লেখক ও সাংবাদিক আহমদ ইশতিয়াক এবং সাংস্কৃতিক কর্মী জসীম উদ্দীন।  

বক্তারা লেখক মুশতাকের মৃত্যুকে ‘রাষ্ট্রীয় হত্যা’ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, গত পরশুসহ মোট সাতবার জামিন আবেদনের পরেও রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা তা মঞ্জুর করেননি। কিশোর ও মুশতাকের বিরুদ্ধে ছয়জন সাক্ষ্য দেওয়া কথা উল্লেখ করা হলেও তাদের মধ্যে পাঁচজনেই পরবর্তীতে জানিয়েছেন তারা এ ব্যাপারে কিছুই জানেন না।

এ প্রহসনমূলক মামলা থেকে কার্টুনিস্ট কিশোরের মুক্তি দাবি করে বক্তারা মুশতাকের মৃত্যুর সুষ্ঠু জবাবদিহিতা ও বিচারের দাবিসহ অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

বাংলাদেশ সময়: ০৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।