ঢাকা: সামজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বর্তমান সরকার প্রবীণ বান্ধব। সরকার প্রবীণ নাগরিকদের জন্য ব্যাপক পরিসরে কর্মসূচি বাস্তবায়ন করছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ প্রবীণ ভবনে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম)’র ৫৩তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আজকের প্রবীণরাই তাদের মেধা ও প্রজ্ঞা দিয়ে দেশকে উন্নত করার সুমহান প্রত্যয় নিয়ে কাজ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এক সময়ের অচেনা বাংলাদেশকে ইতোমধ্যে সারা বিশ্বের রোল মডেলে পরিণত করতে সমর্থ হয়েছেন। আগামী দিনের দেশ গড়ার কাজে তরুণদের চলার পথে আত্মপ্রত্যয়ে উজ্জীবিত করার জন্য এ অভিজ্ঞতা কাজে লাগবে।
নুরুজ্জামান আহমেদ বলেন, প্রবীণদের কল্যাণে সমাজকল্যাণ মন্ত্রণালয় ব্যাপক হারে কর্মসূচি বাস্তবায়ন করছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনি কার্যক্রমে প্রবীণদের অন্তর্ভুক্তির সংখ্যা বাড়ানো হয়েছে।
বর্তমানে ৪৯ লাখেরও অধিক প্রান্তিক প্রবীণ নাগরিক মাসিক ৫০০ টাকা হারে ভাতা পাচ্ছেন। ২০১৯-২০ অর্থবছরে ১১২টি উপজেলাকে শতভাগ বয়স্ক ভাতা কর্মসূচির আওতায় আনা হয়েছে।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম)-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মাননানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহের হোসেন এমপি।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
জিসিজি/আরবি