বরিশাল: বরিশালের চরমোনাই বাৎসরিক ওয়াজ মাহফিল শেষে গন্তব্যে রওয়ানা দেওয়ার সময় বরিশালের কীর্তরখোলা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত বা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেনি।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই সংলগ্ন কীর্তনখোলা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওয়াজ মাহফিলের আখেরি মোনাজাত শেষে কেউ সড়ক পথে কেউ নদী পথে গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেন। দুপুর ১২টার দিকে নদীপথে একটি ট্রলারে করে কয়েকজন মুসল্লি গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেন। অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়ার কারণে ট্রলারটিতে পানি উঠে ধীরে ধীরে তলিয়ে ডুবে যায়। এ সময় আশপাশের ট্রলারগুলো তাদের উদ্ধারে এগিয়ে আসায় কোনো হতাহত ও নিখোঁজের খবর পাওয়া যায়নি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, মুসল্লিদের একটি ছোট ট্রলার ডুবে গেলেও কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
এমএস/আরআইএস