ঢাকা: বিমা শিল্পের উন্নয়ন ও বিমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও আগামী ১ মার্চ জাতীয় বিমা দিবস-২০২১ পালন করা হবে।
মুজিববর্ষের অঙ্গীকার, বিমা হোক সবার স্লোগানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আয়োজনে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ইন্সুরেন্স ফোরামের সহযোগিতায় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হবে।
সোমবার (১ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিমা দিবসের অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও থাকবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থার (আইডিআরএ) প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংস্থার চেয়ারম্যান মোশাররফ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে বিমা কোম্পানিগুলোর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, মুখ্য নির্বাহী কর্মকর্তারা ও সার্ভে প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
দিবসটি পালনে দেশব্যাপী জেলা ও উপজেলা প্রশাসন, বিমা কোম্পানির উদ্যোগে বিমা বিষয়ে ওয়েবিনার, পোস্টার, সুসজ্জিত গাড়ির মাধ্যমে শহর প্রদক্ষিণ, মানববন্ধন আয়োজন করা হবে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ টাকা প্রিমিয়ামের বিনিময়ে দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসাসেবা ও মৃত্যুর ক্ষেত্রে আর্থিক সহায়তা দিতে চালু করা হয়েছে বঙ্গবন্ধু সুরক্ষা বিমা। যার অধীনে সর্বোচ্চ দুই লাখ টাকার বিমা সুবিধা পাওয়া যাবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ১৬ লক্ষাধিক প্রতিবন্ধীর জন্য স্বাস্থ্য বিমা পরিকল্পনা তৈরির কাজ চূড়ান্ত হয়েছে। বঙ্গবন্ধু স্পোর্টসম্যান ইন্সুরেন্স চালু করা হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ হারুন, বাংলাদেশ ইন্সুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
এসই/আরআইএস