ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
তেঁতুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতার মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনুস আলী (৩০) নামে এক বেলুন বিক্রেতার মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের (রমেক) জরুরি বিভাগে তার মৃত্যু হয়।

নিহত ইউনুস আলী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আব্দুল কাদেরের ছেলে।

পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন রাতে বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন জানান, রংপুরে জরুরি বিভাগে বেলুন বিক্রেতা ইউনুসকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান।  

এর আগে শনিবার দুপুর আড়াইটার দিকে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে একটি ঘরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে ইউনুস আলী সহ মোট ৬ জন আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন। সিলিন্ডার বিস্ফোরণে ইউনুস আলীর ডান পায়ের উরু ঘটনাস্থলেই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে যায় এবং শরীর আগুনে ঝলসে যায়।

বাংলাদেশ সময়: ০৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।