ঢাকা: রাজধানীর আদাবর থানা এলাকায় গার্মেন্টসকর্মী খুনের ঘটনায় সাব্বির শেখ (২০) নামে আরও একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি তেজগাঁও বিভাগ।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবির মোহাম্মদপুর জোনাল টিম।
এ সময় তার কাছ থেকে ভিকটিমের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া ডিবির অতিরিক্ত উপ-কমিশনার মো. আনিচ উদ্দীন বাংলানিউজকে জানান, গ্রেফতার সাব্বির প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনায় জড়িত পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
গত ৩০ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ৯ টায় আদাবরের ঢাকা উদ্যানে অবস্থিত সাইনেষ্ট গার্মেন্টসের সামনে পূর্ব শত্রুতার জের ধরে গার্মেন্টসকর্মী নাজমুল হককে কয়েকজন সন্ত্রাসী উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় গত ৩১ জানুয়ারি আদাবর থানায় একটি মামলা দায়ের করা হয়।
হত্যা মামলাটি তদন্তের ধারাবাহিকতায় ডিবি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করে। তারা প্রত্যেকেই নিজেদের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
পিএম/কেএআর