ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ট্রাক-অটোবাইক সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
চাঁদপুরে ট্রাক-অটোবাইক সংঘর্ষে নিহত ১

চাঁদপুর: চাঁদপুর শহরে মালবাহী ট্রাক-অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে নিখিল চন্দ্র দাস (৬৫) নামে ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোবাইকে থাকা আরও ৩ যাত্রী।

ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাক চালক শহীন ও অটোবাইক চালক শরীফকে আটক করেছেন।  

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের স্ট্যান্ড রোড আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিখিল শহরের খ্রিস্টান পাড়ার রমেস বাবুর বাড়িতে ভাড়া থাকেন। গ্রামের বাড়ি সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামে। পেশায় তিনি একজন দর্জি ছিলেন। আহতরা হলেন নিখিল চন্দ্র নাথের স্ত্রী সন্ধ্যা রাণী, মেয়ে সুমি ও অটোবাইক চালক শরীফ।

স্থানীয়রা জানান, নিখিল চন্দ্র তার স্ত্রী সন্ধ্যা রাণী, মেয়ে সুমি ও মেয়ের দুই সন্তানসহ একটি অটোবাইকে খ্রিস্টান পাড়ার বাসা থেকে কুমড়াডুগি এলাকার নিজ বাড়িতে যাচ্ছিলেন। বাসার ভিতরের গলি সড়ক দিয়ে অটোবাইক নিয়ে বের হওয়ার সময় মূল সড়কে আসলেই বিপরীতদিক থেকে দ্রুত গতিতে আসা ট্রাকটি অটোবাইকটিকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোবাইকে থাকা নিখিল চন্দ্র রাস্তায় ছিটকে পড়েন এবং মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক ও অটোবাইকসহ চালকদের আটক করা হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  

জানা যায়, ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্টো-ট-১৪-৬৬৬৪) শহরের ট্রাকঘাট এলাকার মাঝি ট্রান্সপোর্টের। মালিক হামিদ মাঝি।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।