ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেবে চার সংগঠন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেবে চার সংগঠন

ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সোমবার (১ মার্চ) মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেবে গণসংহতি আন্দোলন, ছাত্র-যুবক-শ্রমিক অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্রচিন্তা।

রোববার (২৮ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের এ সম্মাননা দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্বে করবেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা গণস্বাস্থ্য হাসপাতালের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এসময় উপস্থিত থাকবেন ও আলোচনা করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব রফিকুল ইসলাম বাবলু, বিশিষ্ট মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, রাষ্ট্রচিন্তার সংগঠক হাসনাত কাইয়ূম, ডাকসুর সাবেক সদ্যবিদায়ী ভিপি নুরুল হক নূরসহ ৪ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।