ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, মার্চ ১, ২০২১
পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে বাংলাদেশ-ভারত পাইপলাইন পরিবহনকৃত ট্রাক্টরের ধাক্কায় তানভির (০৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১ মার্চ) বেলা ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু তানভির একই এলাকার তাহিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানা যায়, যতনপুকুরী এলাকায় বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপ লাইনের কাজ চলছিল। পাইপ লাইন বহনে জমির উপর অস্থায়ীভাবে একটি রাস্তা তৈরি করে শ্রমিকরা। অন্যদিকে, শিশুটি সেই অস্থায়ী রাস্তায় খেলা করার সময় হঠাৎ পাইপ লাইন বহনকারী ট্রাক্টরটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু তানভির মারা যায়।

ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) আওরঙ্গজেব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।