ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুরির অপবাদে মাদরাসাছাত্রকে পিটিয়ে জখম, শিক্ষক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মার্চ ১, ২০২১
চুরির অপবাদে মাদরাসাছাত্রকে পিটিয়ে জখম, শিক্ষক গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে মেরাজুল ইসলাম (৯) নামে এক শিশু ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগে মাদরাসার মুহতামিম (শিক্ষক) এরশাদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। আহত ছাত্র মেরাজুলকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এরশাদ আলী সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া শিকার দক্ষিনপাড়া কওমি মাদ্রাসার মুহতামিম।

আহত শিশু মেরাজুল ইসলাম লাঙ্গলমোড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত মেরাজুলের মা সোনালী খাতুন বাদী হয়ে থানায় মামলা করেছেন।  

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে মাদ্রাসার মোহতামিম এরশাদ তার কক্ষে মোবাইল ফোন রেখে গোসল করতে যান। ফিরে এসে মোবাইল না পেয়ে মেরাজুলকে সন্দেহ তার ঘরে আটকে রেখে বাঁশের কুঞ্চি দিয়ে পিটিয়ে হাত, পা ও পিঠে জখম করেন। খবর পেয়ে তার স্বজনেরা এসে আহত অবস্থায় মেরাজকে উদ্ধার করে হাটিকুমরুল গোলচত্বর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।  

মেরাজুলের মা সোনালি খাতুন বলেন, মোবাইল চোর সন্দেহে আমার ছেলেকে পিটিয়ে আহত করলেও তার কাছে মোবাইল পাননি। অযথা আমার শিশু সন্তানকে মারপিট করেছেন মাদরাসার মুহতামিম।  

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, শিশু ছাত্রকে মারধরের অভিযোগে তার মা বাদী হয়ে রোববার থানায় মামলা করেছেন। রাতেই আমরা মামলার একমাত্র আসামি মাদরাসার মুহতামিম এরশাদকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।