ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জীবনের বিনিময়ে না.গঞ্জবাসীর সেবা করবো: জায়েদুল আলম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মার্চ ১, ২০২১
জীবনের বিনিময়ে না.গঞ্জবাসীর সেবা করবো: জায়েদুল আলম জায়েদুল আলম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বলেছেন, কথা দিচ্ছি জেলা পুলিশ সব সময় নারায়ণগঞ্জবাসীর পাশে থাকবে। নিজের জীবনের বিনিময়ে হলেও আমরা সেবা করে যাবো।

সোমবার (১ মার্চ) নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জায়েদুল আলম বলেন, আজকে আমাদের অতিথিরা এত ব্যস্ততা থাকা সত্ত্বেও দীর্ঘক্ষণ সময় দিয়েছেন। তাদের ভালোবাসার কারণেই আমরা কাজ করে যাচ্ছি এবং বাংলাদেশ পুলিশ টিকে আছে। আমরা আশা করি, আমাদের প্রতি তাদের এ ভালোবাসা ও সহনশীলতা অব্যাহত থাকে। আমরা চেষ্টা করে যাবো।  

আজকের অনুষ্ঠান তাদের জন্য যারা আজকে আমাদের মধ্যে নেই। যারা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কীভাবে বুকের তাজা রক্ত দিয়ে দেশ ও মাতৃভূমির সেবা করা যায়। সে সমস্ত বীর পুলিশ সদস্যসহ যে চারজন আমাদের মধ্য থেকে হারিয়ে গেছেন তাদের পরিবারের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। কারণ তাদের আত্মত্যাগের কারণে পুলিশ বাংলাদেশ ও সারা বিশ্বের কাছে এক অনন্য মাত্রায় নিজের স্থান করে নিয়েছে। তারাই আমাদের সর্বক্ষণ অনুপ্রেরণা যোগান।  

এ সময় উপস্থিত সব অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও একত্রে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন জায়েদুল আলম।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।