ঢাকা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রস্তাবিত প্রশিক্ষণ একাডেমিকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি’ নামে নামকরণ করা হয়েছে। সম্প্রতি এ অনুমতি দিয়েছে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নামকরণের জন্য ফায়ার সার্ভিস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে একটি অনুরোধপত্র পাঠিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গত ২৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির সদস্য সচিব শেখ হাফিজুর রহমান স্বাক্ষরিত ১১৭৫ নম্বর স্মারকপত্রে এ অনুমতি দেওয়া হয়। জাতির পিতার নামে কোনো স্থাপনার নামকরণ করার ক্ষেত্রে এ ট্রাস্টের অনুমতি গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, যুগের চাহিদার আলোকে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এ প্রশিক্ষণ একাডেমি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে এর জমি অধিগ্রহণের কাজ চলছে।
প্রশিক্ষণ একাডেমি প্রসঙ্গে এ অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ফায়ার সার্ভিসের পেশাগত দক্ষতাকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এ প্রশিক্ষণ একাডেমির নির্মাণকাজ সম্পন্ন হলে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বাড়বে। এর ফলে দুর্যোগ-দুর্ঘটনায় দেশের মানুষকে আরও উন্নত সেবা দেওয়া সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
এজেডএস/আরবি