ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিরাপদ ও স্বচ্ছন্দে হাঁটার পরিবেশ সৃষ্টির আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, মার্চ ১, ২০২১
নিরাপদ ও স্বচ্ছন্দে হাঁটার পরিবেশ সৃষ্টির আহ্বান প্রতীকী ছবি

ঢাকা: যানজট, স্বাস্থ্য, পরিবেশ, জ্বালানি, অবকাঠামো সব কিছু বিবেচনায় হাঁটা সবচেয়ে সুবিধাজনক যাতায়াত মাধ্যম। অথচ হাঁটার পরিবেশ উন্নত করার বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে।

হাঁটার জন্য অবকাঠামো অর্থাৎ ফুটপাত, সমতলে রাস্তা পারাপারে ক্রসিং এর ব্যবস্থা এবং গলি রাস্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেই। বিদ্যমান ফুটপাতগুলোও নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনার প্রতি নজর দেওয়া হয় না। এজন্য হাঁটতে গিয়ে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ভোগান্তি সবচেয়ে বেশি।

সোমবার (০১ মার্চ) নগরীরর খিলগাঁও তালতলা মার্কেট থেকে পল্লীমা সংসদ পর্যন্ত পদযাত্রা থেকে পর্যবেক্ষণে দেখা যায় যে, অধিকাংশ পথই হাঁটার অনুপোযোগী।  

পরিবেশ বাঁচাও আন্দোলন, খিলগাঁও সামাজিক সংস্থা, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম, পশ্চিম চৌধুরিপাড়া কল্যাণ সমিতি, কারফ্রি সিটি এলাইন্স, ইনস্টিটিউট অব ওয়েলবিয়ীং বাংলাদেশ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে ‘নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিসহ সকলের জন্য নিরাপদ ও স্বচ্ছন্দে হাঁটার উপযোগী পরিবেশ সৃষ্টির আহ্বানে’ পদযাত্রা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা হাঁটার উপযোগী পরিবেশ তৈরিতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

পদযাত্রা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের সভাপতি হাফিজুর রহমান। এসময় পল্লীমা সংসদের সাধারণ সম্পাদক আওয়াল কামরুজ্জামান ফরিদ, হলি টাইমস পত্রিকার সম্পাদক শ্যামল কান্তি নাগ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশের (ডাব্লিউবিবি) সিনিয়র প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমান, প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ অনন্যা রহমান, পলিসি কর্মকর্তা আ ন ম মাসুম বিল্লাহ ভূঞা উপস্থিত ছিলেন। পদযাত্রার শুরুতে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডাব্লিউবিবি ট্রাস্ট এর প্রকল্প কর্মকর্তা মো. আতিকুর রহমান।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এমআইএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।