মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের চর-যশোবন্তপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ মার্চ) বিকেলে ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় মেলা অনুষ্ঠিত হয়।
খুলনা বিভাগীয় এ বৃহত্তম মেলা দেখতে আসে আশপাশের প্রায় ২০ গ্রামের মানুষ। বাহারি রঙের খেলনা- মাটির হাড়ি কলস, বাঁশ-বেত, মাছ-মাংস, নাগরদোলা, যাদু, পুতুল নাচ, ফর্নিচার, প্রসাধনী, নানা রকম খেলনা সামগ্রী নিয়ে প্রায় তিন চার কিলোমিটার এলাকা জুড়ে বসে গ্রামীণ এই মেলা। পার্শ্ববর্তী যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, আলফাডাঙ্গা, ফরিদপুর জেলা থেকে আসে এসব দোকানী। নানা বয়সী লাখো মানুষের উপস্থিতি দেখা যায় মেলায়। বিভিন্ন জেলা থেকে প্রায় ৩০ টি ঘোড়া এসেছে এবারের মেলায়।
মেলার প্রধান আকর্ষণ একই স্থানে দাঁড়িয়ে ঘোড়দৌড় উপভোগ ছাড়াও রাতের আসর বসে বিচার গানের। বিচার গানের শিল্পী সানিয়া পারভীন ও প্রতিপক্ষ শিল্পী তাপস সরকার গান করেন।
তহিদুজ্জামানের পরিচালনায় মেলা কমিটির সভাপতি নিজাম মোল্লা ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, এবারের মেলা সবার সহযোগিতায় অনেক সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি। মেলা দেখতে এ বছর লাখো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ঘোড়দৌড় শেষে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ নম্বর পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বিজয়ীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
আরএ