ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে জাতীয় ভোট দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মার্চ ২, ২০২১
বরিশালে জাতীয় ভোট দিবস উদযাপন বরিশালে জাতীয় ভোট দিবস উদযাপন। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: 'বয়স যদি আঠারো হয় - ভোটার হতে দেরি নয়' এই স্লোগানে বরিশালে আলোচনা সভার ও নতুন ভোটারদের মধ্যে স্মাট কার্ড বিতরবণের মধ্য দিয়ে জাতীয় ভোট দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (০২ মার্চ) সকাল ১০ টায় আঞ্চলিক, জেলা ও উপজেল নির্বাচন কার্যালয়ের আয়োজনে জাতীয় নির্বাচন দিবস উপলক্ষে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন বরিশালের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নুরুল আলম।

 

পরে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদ ও জালাল উদ্দিনসহ অন্যরা।

সভা শেষে ৬০ জন নতুন ভোটারের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হয় এবং ৫০ জন নতুন ভোটারের নাম নিবন্ধন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।