ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ২, ২০২১
রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল শুরু রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল শুরু। ছবি: বাংলানিউজ

রাজশাহী: টানা দুই দিনের চরম দুর্ভোগের পর রাজশাহীতে অঘোষিত বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে আবারও রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন দূরপাল্লা রুটের বাস চলাচল শুরু হয়েছে।

একইসঙ্গে আন্তঃজেলা রুটের বাস চলাচল শুরু হয়েছে।

এর আগে অঘোষিত বাস ধর্মঘটের দ্বিতীয় দিনে কার্যত সড়ক পথে অচল হয়ে পড়ে বিভাগীয় শহর রাজশাহী। এতে যাত্রীদের মধ্যে অসহনীয় দুর্ভোগ নেমে আসে। সোমবার (১ মার্চ) সকাল থেকে আকস্মিক পরিবহন ধর্মঘট শুরু হয়। তা মঙ্গলবার গড়ায় দ্বিতীয় দিনে। ঠিক কখন নাগাদ আবার বাস চলাচল শুরু হবে সে ব্যাপারে কেউ স্পষ্ট করে কিছু বলতে পারছিলেন না।

পরিবহন নেতারা বলেন, বগুড়ায় তাদের দুই শ্রমিককে মারধর ও বাস চলাচলে সড়কে নিরাপত্তার আশঙ্কায় তারা বাস চলাচল বন্ধ রেখেছেন।

তবে বিএনপির নেতারা বলেন, মঙ্গলবারের রাজশাহী বিভাগীয় সমাবেশ পণ্ড করার জন্য সোমবার থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।