মাদারীপুর: কুয়াশার কারণে বাংলাবাজার ও শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল বেশ কিছু সময় বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে।
বুধবার (৩ মার্চ) সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ফেরি ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ভোরের দিকে আকস্মিক ঘন কুয়াশায় হঠাৎ বাংলাবাজার ও শিমুলিয়া নৌরুটে লঞ্চ, ফেরি ও স্পিডবোট চলাচল বিঘ্ন হচ্ছিলো। সকাল নয়টার দিকে তা স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, সকালে কুয়াশার কারণে ফেরি চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে। তবে কুয়াশা কেটে যাওয়ার পর থেকে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
আরআইএস