ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মার্চ ৩, ২০২১
উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্ষেতে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

বুধবার (৩ মার্চ) দুপুরে উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া সড়াতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলম ওই গ্রামের আনছার আলী সর্দারের ছেলে।  

কয়ড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হেলাল উদ্দিন বাংলানিউজকে বলেন, পাশের এক বাড়ি থেকে সাইট কানেকশন নিয়ে হস্তচালিত বৈদ্যুতিক সেচ মেশিন দিয়ে নিজের ঘাসের ক্ষেতে পানি দিচ্ছিলেন আলম। ওই কানেকশনে ছিদ্র থাকায় তাতে হাত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।