গাইবান্ধা: গাইবান্ধায় মাদক মামলায় রবি দাস (৩০) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।
বুধবার (৩ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।
রবি দাস বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারে গ্রামের মৃত বেচু রাম দাসের ছেলে।
আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স বাংলানিউজকে জানান, ২০১৮ সালের ৪ নভেম্বর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রংপুর-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী একটি বাস থেকে রবি দাসকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তার শরীর তল্লাশি করে ৪৩০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশবাড়ি থানায় মামলা করেন জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাজু মিয়া। ওই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে দুপুরে এ রায় দেন বিচারক।
আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মাসুদার রহমান বিশ্বাস।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২১
এনটি