ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে চুরির অভিযোগে ২ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, মার্চ ৩, ২০২১
ঝালকাঠিতে চুরির অভিযোগে ২ যুবক আটক

ঝালকাঠি: ঝালকাঠিতে চুরির অভিযোগে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বুধবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে জেলা শহরের কৃষ্ণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুইজন হলেন-বাগেরহাটের কচুয়া উপজেলার কামরুল ইসলাম (৩৫) ও ঝালকাঠি সদর উপজেলার বারুহার গ্রামের রেজাউল মৃধা (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার কৃষ্ণকাঠি এলাকার বিশ্বরোডের পাশে একটি ভবনে থাকেন মাকসুদা বেগম। সকাল ১১টার দিকে তিনি বাসার সামনে একটি দোকানে যান। এ সুযোগে ওই দুর্বৃত্তরা মাকসুদার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং আলমারি ভেঙে নগদ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এরই মধ্যে মাকসুদা ঘরে এসে দুই যুবককে দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে দুই যুবককে আটক করে।

মাকসুদা বেগম সাংবাদিকদের জানান, আটক দুই যুবকের সঙ্গে আরও লোকজন ছিল। যারা টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছেন।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয়রা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।