ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কানাডা পাঠানোর কথা বলে ভিয়েতনামে বিক্রি, পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মার্চ ৩, ২০২১
কানাডা পাঠানোর কথা বলে ভিয়েতনামে বিক্রি, পাচারকারী আটক ...

ঢাকা: কানাডায় পাঠানোর কথা বলে জুলহাস (৩৮) নামে একজনকে নিয়ে যাওয়া হয় ভিয়েতনামে। ভাগ্যবদলের আশায় দেশ ছেড়ে যাওয়া ওই যুবককে বিক্রি করে দেওয়া হয় দালালের কাছে।

কৌশলে পালিয়ে দেশে ফিরতে পারলেও স্বপ্ন ভঙ্গের পাশাপাশি মোটা অঙ্কের টাকা ক্ষতি হয়ে যায় জুলহাসের। তবে তারই করা এক অভিযোগের পরিপ্রেক্ষিতে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বুধবার (০৩ মার্চ) সকালে রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মুন্সি আব্দুল্লাহ আল জাকির (৪৯) নামে ওই মানবপাচারকারীকে আটক করা হয়।

র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক জানান, মোহাম্মদ জুলহাস নামের এক ব্যক্তিকে প্রলোভন দেখিয়ে কানাডা যাওয়ার কথা বলে ভিয়েতনামে নিয়ে দালালের কাছে বিক্রি করে দেওয়া হয়। সেখানে তাকে একটি ঘরে বন্দি করে রাখা হয়। সে বন্দি অবস্থা থেকে কৌশলে পালিয়ে দেশে ফিরে আসে। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে মানবপাচারকারীর চক্রের সক্রিয় সদস্য মুন্সি আব্দুল্লাহ আল জাকিরকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক জাকির মিথ্যা প্রলোভন দেখিয়ে ভিয়েতনামে মানব পাচার করে আসছিলেন। এছাড়া, ভিয়েতনামে নিয়ে গিয়ে ভিকটিমদের আটকে ভয়-ভীতি দেখিয়ে পরিবারের কাছ থেকে অর্থ আদায় করতেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
পিএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।