ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৩০ ঘণ্টা পর সিরাজগঞ্জে বাস-অটোরিকশা চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ৩, ২০২১
৩০ ঘণ্টা পর সিরাজগঞ্জে বাস-অটোরিকশা চালু সড়কে গাড়ি চলাচল শুরু। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে প্রায় ৩০ ঘণ্টা বন্ধ থাকার পর সিরাজগঞ্জের সব রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়েছে।  

বুধবার (৩ মার্চ) বিকেলে ৪টা থেকে জেলার সব টার্মিনাল থেকে বাস ছেড়ে যায় এবং বিভিন্ন জেলার বাস প্রবেশ করে।

একইসঙ্গে অটোরিকশাও চলাচল শুরু হয়।

সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, বাস শ্রমিকদের সঙ্গে অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে উভয় শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আগামী রোববার বিষয়টি নিয়ে বৈঠক বসার আশ্বাস দিলে পুনরায় গাড়ি চলাচল শুরু হয়।

মঙ্গলবার (২ মার্চ) সকালে শহরের মিরপুর কালাচান মোড়ে অটোরিকশা চালকের সঙ্গে বাস চালকের তর্কাতর্কি হয়। এরপর সিএনজি চালকরা রেলগেট এলাকায় ওই বাসের ওপর হামলা ও মারধর করেন। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং শহরের বিভিন্ন স্থানে অটোরিকশা ও বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এসব কারণে ভয়ে বাস ও অটোরিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।