কক্সবাজার: কক্সবাজারের রামুর বৌদ্ধ বিহার পরিদর্শন করে অভিভূত বাংলাদেশে নিযুক্ত যুক্তরাস্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার।
বুধবার (৩ মার্চ) দুপুরে রামুর ঐতিহ্যবাহী বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে ভূবন শান্তি একশো ফুট দীর্ঘ বুদ্ধ মূর্তি দেখতে যান।
বেলা ১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত ভাবনা কেন্দ্রে পৌঁছালে তাকে ফুলের অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক শ্রীমৎ করুণাশ্রী থের ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া।
বিষয়টি নিশ্চিত করে বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া জানান, বেলা ১টার দিকে তিনি ভাবনা কেন্দ্রে যান। এবং প্রায় আধাঘণ্টা পর্যন্ত সেখানে অবস্থান করেন। এ সময় তিনি বিহারের চারপাশ ঘুরে ঘুরে দেখেন। বিহারে সৌন্দর্য দেখে অভিভূত বলে জানান।
বিহারে পৌঁছেই ১০০ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি পরিদর্শন করেন। পরে তিনি দেশের সর্ববৃহৎ ১০০ ফুট বুদ্ধ মূর্তি চারিদিকে ঘুরে দেখেন।
তিনি আরও জানান, পরে রাষ্ট্রদূত বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ১০০ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তির প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ শ্রীমৎ, করুনাশ্রী মহাথেরোর সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসি ল্যান্ড সরোয়ার আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমিরুজজামান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, মার্চ ০৪, ২০২১
এসবি/আরএ