সাতক্ষীরা: এশিয়ার বিখ্যাত বাঘ শিকারী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের পচাব্দী গাজীর ব্যবহৃত বন্দুকটিকে স্বচক্ষে দেখলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।
বুধবার (৩ মার্চ) শ্যামনগর থানা পরিদর্শনকালে তিনি পচাব্দী গাজীর ব্যবহৃত বন্দুকটি দেখেন।
এর আগে হেলিকপ্টারে করে সাতক্ষীরার শ্যামনগরে অবতরণ করেন তিনি। এসময় সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও বিজিবির নীলডুমুর-১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসিন চৌধুরী তাকে স্বাগত জানান।
পরে তিনি শ্যামনগর থানায় রক্ষিত পচাব্দী গাজীর ঐতিহাসিক বন্দুকটিকে স্বচক্ষে দেখেন।
জানা যায়, বিখ্যাত বাঘ শিকারী পচাব্দী গাজী এই বন্দুক দিয়ে ৪২টি রয়েল বেঙ্গল টাইগার হত্যা করেছিলেন। মানুষখেকো এইসব বাঘ হত্যা করার জন্য পচাব্দী গাজী বিভিন্ন সময়ে পুরস্কৃতও হয়েছিলেন। তৎকালীন ব্রিটিশ সরকার পচাব্দী গাজীকে বেঙ্গল টাইগার নামে অভিহিত করেছিলেন। পচাব্দী গাজীর মৃত্যুর পর তার ব্যবহৃত বন্দুকটি উত্তরাধিকারসূত্রে তার ছেলে আবুল হোসেন পাওয়ার পরে রিনিউ না করার কারণে বন্দুকটি শ্যামনগর থানার অস্ত্রাগারে দীর্ঘ বিশ বছর ধরে পড়ে আছে।
পরে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম বিজিবির নীলডুমুর-১৭ ব্যাটালিয়ন সদর দপ্তর পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২১
আরএ