ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাল তৈরি কারখানার ৫ শ্রমিকের কারাদণ্ড, মালিক পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
জাল তৈরি কারখানার ৫ শ্রমিকের কারাদণ্ড, মালিক পলাতক ব্রাহ্মণবাড়িয়ার মানচিত্র

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় ইউপি চেয়ারম্যানের জাল কারখানা থেকে ১ কোটি ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় কারখানার ৫ জন শ্রমিকের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

র‍্যাবের হিসাবে জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় ৩৫ কোটি টাকা।

বুধবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার 'সাওবান ফাইবার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড' জাল কারখানায় এ অভিযান চালায় নারায়ণগঞ্জের র‍্যাব-১১ এর সদস্যরা।  

মো. আবুল কাশেম, মো. আলম, মো. বেলাল, মো. শফিকুল ইসলাম, মো. আতাউলকে এ বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

তবে, পলাতক কারখানার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দুইরকম বক্তব্য দিয়েছেন। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার এখতিয়ার নেই বলেছেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আব্দুল আলীম। অন্যদিকে, মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার সুযোগ আছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিমের নেতৃত্বে অবৈধ জাল উদ্ধারের অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, কারখানার মালিক পলাতক আছে। তবে সেখানে কর্মরত অবস্থায় ৫ জন শ্রমিককে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। যাতে করে অন্য কোনো শ্রমিক এ ধরনের কারখানায় চাকরি করতে নিরুৎসাহিত হয়। তবে কারখানার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা যেতে পারে। এ ব্যাপারে মৎস্য অধিদপ্তর ব্যবস্থা নেবে। জব্দকৃত কারেন্ট জাল শিগগির অনুকল পরিবেশ নির্বাচন করে পুড়িয়ে বিনষ্ট করা হবে।

বাংলাদেশ সময় ১৭০৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২১

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।