ঢাকা: রাজধানীতে দুর্ঘটনায় প্রসেনজিৎ (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। সে পোস্তগোলা ব্রীজের টোল আদায়ের কাজ করতো।
বুধবার (৩ মার্চ) দিনগত রাতে সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে শ্যামপুর থানার ডিউটি অফিসার মো. আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই যুবক পোস্তগোলা ব্রিজে টোল আদায়ের কাজ করতো। বুধবার রাতে মাওয়া থেকে ঢাকাগামী একটি বড় লড়ি টোল আদায়ের জন্য আসে। তখন লড়ির গেটে দাঁড়িয়ে ড্রাইভারের সঙ্গে কথা কাটাকাটি হয় প্রসেনজিতের। কথা কাটাকাটির এক পর্যায়ে ড্রাইভার লড়িটি চালাতে শুরু করে। তখনও সেখানে ঝুলে ছিলো প্রসেনজিৎ। পরে লড়িটি যাত্রাবাড়ী মাছ বাজার এলাকায় গেলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে চলন্ত গাড়ি থেকে প্রসেনজিৎ রাস্তায় পড়ে যায়। এতে গুরুতর আহত হলে পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিউটি অফিসার মো. আমিরুল আরও জানান, ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশ দেখছে।
এদিকে প্রসেনজিতের সহকর্মী আরমান উল্লাহ বাংলানিউজকে জানান, প্রসেনজিৎ কেরানীগঞ্জ পশ্চিম বড় পাড়া এলাকায় থাকতো। প্রায় বছরখানেক ধরে সে টোল আদায়ের কাজ করছিল।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
এজেডএস/কেএআর