ঢাকা: হংকং ইস্যুতে ‘এক দেশ দুই ব্যবস্থা’ নীতিতে অটল থাকবে চীন বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) মুখপাত্র ঝ্যাং ইয়েসি।
বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে ঢাকার চীনা দূতাবাস থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, এনপিসির মুখপাত্র ঝ্যাং ইয়েসি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, এনপিসির আসন্ন অধিবেশনে হংকংয়ের নির্বাচন ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হবে। হংকংয়ের রাজনৈতিক কাঠামোর মধ্যে নির্বাচন ব্যবস্থা গুরুত্বপূর্ণ একটি অংশ। সম্প্রতি কয়েক বছর ধরে সেখানে যা ঘটেছে, সে কারণে নির্বাচন ব্যবস্থা উন্নয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সংবিধানের মধ্যে থেকেই এনপিসি নির্বাচন ব্যবস্থা উন্নয়নে পদক্ষেপ নেবে। হংকং ইস্যুতে ‘এক দেশ দুই ব্যবস্থা’ নীতিতে অটলে চীন সরকার বদ্ধ পরিকর।
বাংলাদেশ সময়: ০২১৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০২১
টিআর/এএটি