ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারীর প্রতি সহিংসতা বন্ধে ‘নারী সমাবেশ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, মার্চ ৫, ২০২১
নারীর প্রতি সহিংসতা বন্ধে ‘নারী সমাবেশ’

ঢাকা: আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন-১৯০ অবিলম্বে অনুসমর্থন, কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা ও হয়রানি প্রতিরোধে নারী সমাবেশ করেছে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।

শুক্রবার (৫ মার্চ) সকাল পৌনে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগমের সভাপতিত্বে নারী সমাবেশে বক্তব্য দেন-সেফটি অ্যান্ড রাইটসের নির্বাহী পরিচালক সেকান্দার আলী মিনা, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি মাহতাব উদ্দিন সহিদ, বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শামীম খান, জাতীয় প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম রাজা।

সমাবেশে অন্যদের মধ্যে দেন ফেডারেশনের সহ-সভাপতি সেলিনা হোসেন, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, যুগ্ম সম্পাদক খাদিজা রহমান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক রোজিনা আক্তার সুমি, দপ্তর সম্পাদক রাবেয়া ইসলাম, প্রচার সম্পাদক তাহেরুল ইসলাম প্রমুখ।  

বক্তারা বলেন, কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে গার্মেন্টসে সংঘবদ্ধ হওয়ার ও যৌথ দরকষাকষির সুযোগ কম, তাই সেখানে নারীদের হয়রানিও বেশি।

সেফটি অ্যান্ড রাইটসের নির্বাহী পরিচালক সেকান্দার আলী বলেন, কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি বন্ধে বাংলাদেশ সরকারকে আইএলও কনভেনশন ১৯০ অনুস্বাক্ষর করতে হবে।

সমাবেশে গার্মেন্টসে কর্মরত বিপুল পরিমাণ নারী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, মার্চ ০৫, ২০২১
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।